চট্টগ্রামের মিরসরাইয়ে ওরসে এসে প্রাণ গেলো ৩ নারীর। দক্ষিণ সোনা পাহাড় চৈতন্য হাট এলাকার রোববার রাতে রাস্তা পার হবার সময় গাড়িচাপায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন দিদারা বেগম (৬৮),সাজেদা বেগম (৪৫) ও অহিদুল হকের স্ত্রী দিয়ারা আক্তার (৪৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কাশিনগর এলাকায়।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ফরিদ উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, মিরসরাই দক্ষিণ সোনা পাহাড় চৈতন্য হাট এলাকার মস্তাননগর বিশ্বরোড এলাকায় অবস্থিত আহমদিয়া দরবার শরীফে প্রত্যেক বছর ওরস হয়। রোববারও ওরস চলছিল। তাতে অংশ গ্রহণ করার জন্য দিদারা বেগম,সাজেদা বেগম ও দিয়ারা বেগম ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে। রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়।
তিনি বলেন, ওই গাড়িটি শনাক্ত করা হয়নি। স্বজনদের অনুরোধে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এসএস